About ATOA

ATOA মূলত একটি স্বপ্নের নাম।

দুনিয়াবি সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী কিছু-ভাই বোনদের স্বপ্ন পূরণের জায়গা।

রব্বের ভালোবাসায় অন্তরকে সাজিয়ে আল্লাহ সুবহানু ওয়া তায়ালার রঙ্গে রঙ্গীন হওয়ার প্লাটফর্ম।

আমাদের কে খুব ভাবায় জেনারেল পড়ুয়া কিছু প্র্যাক্টিসিং বোনদের কষ্টগুলো। যারা দ্বীনি ইল্ম অর্জনের সুযোগ না পাওয়ায় দিনের পর দিন মনের মধ্যে হাহাকার আর ব্যাকুলতা অনুভব করে।

আমাদের জানা-অজানা হাজারো ভাই-বোন কতো রকম কষ্টের মাঝে থেকে শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য একটি রাস্তা খুঁজে।

তারা আলোর পথের পথিক হতে চায়।

"বোনদের আলোর পথের সহযোগী আর সহযাত্রী হতেই শুধুমাত্র বোনদের জন্য দ্বীনি ইলম অর্জনের এক অনন্যা অনলাইন প্লাটফর্ম এর নামই হল - ATOA..."

Mission

এমন অনেক জ্ঞান আছে যেটা আপনাকে জানতেই হবে । আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, পরিবারে, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরো উন্নত করার জন্য ।

ATOA এই জ্ঞান নিয়েই কাজ করছে ।

বোনদের তাওহিদ-শির্ক, উলূমুল কুরআন, তাফসিরুল কুরআন, উসুলুল হাদিস, ইলমুল হাদিস, উসূলুল ফিক্বহ, ইলমুল ফিক্বহ, দাওয়া এবং তুলনামূলক ধর্মতত্ত্ব, আত্মশুদ্ধি, সিরাহ, ইসলামের ইতিহাস, ইসলামি আদব, আল-আখিরাত, ফ্যামিলি ম্যানেজমেন্ট, থিসিস ইত্যাদি সহ দ্বীনের গুরুত্বপূর্ন স্তম্ভ সম্পর্কে জানার জন্য ATOA এর একাডেমিক বোর্ড ডিপ্লোমা কোর্স, শর্ট কোর্সের ব্যবস্থা করেছে এবং কার্যক্রমকে চলমান রেখেছি ।

ক্বুর’আনের ভাষায় যেন বোনেরা ক্বুর’আন বুঝতে পারে, সেজন্য মাদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং বাংলাদেশের আলিয়া, ক্বওমী মাদ্রাসার সিলেবাসকে সামনে রেখে একাডেমিক বোর্ড আরবি ভাষা শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন ।

তাছাড়া, শর্ট কোর্স সমূহ প্রাত্যহিক জীবনকে প্রাণবন্ত করার প্রয়াসে প্রামাণ্য ভূমিকা পালন করছে, আলহামদুলিল্লাহ ।

Vision

আমরা চায় এমন কিছু মানুষ তৈরি করতে যারা নিরলসভাবে আল্লাহর পথে আহবান করবে । যারা মুসলিম উম্মাহর রত্ন হবে । উম্মাহর ঐক্যে যারা নিজের সবটুকু ব্যয় করবে ।

সেই লক্ষ্যকে সামনে রেখে ATOA একাডেমিক বোর্ড কোর্স সমূহকে ডিপ্লোমা কোর্স এবং শর্ট কোর্সে ভাগ করেছেন ।

ডিপ্লোমা কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থীর আলিম/আলিমা হওয়ার মূল ভিত্তি স্থাপিত হয় । অতঃপর, শিক্ষার্থীর নিয়াহ, একাগ্রতা, অধ্যাবস্যায়ের কারনে আল্লাহ্‌র রহমাতে আলিম/আলিমাহ হিসাবে ভিন্ন জনের ভিন্ন রকম পরিলক্ষিত হয় ।

 প্রতিটি শর্ট কোর্স সম্পন্ন করলে যেন অনার্সের সমমানের যোগ্যতা অর্জিত হয় সে লক্ষ্যেই একাডেমিক বোর্ড পরিকল্পনা করেছেন ।

পরিকল্পনার ক্ষেত্রে, একাডেমিক বোর্ড প্রথমেই সর্বোচ্চ সময়োপযোগী এবং গাঠনিকভাবে অনার্সের কোর্সকে সাজিয়েছেন । তারপর, অনার্সের সব কোর্স গুলোকেই শর্ট কোর্সের রুপ দিয়েছেন । যেন শর্ট কোর্স কেউ সম্পন্ন করলেই অনার্সের সমমানের জ্ঞান অর্জিত হয় ।

অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীরা যেন অফলাইনে সরাসরি উস্তায/উস্তাযাহদের সংস্পর্শে দ্বীন শিখতে পারেন সে লক্ষ্যে অফলাইনে “আত্‌-তাক্বওয়া একাডেমি” নিরলসভাবে কাজ করছে ।

অফলাইনে দ্বায়ী/দ্বায়ীয়া তৈরির লক্ষ্যে “দাওয়া সেন্টার” এর প্রস্তাবনার পরিকল্পনা করা হয়েছে ।

Contact

যোগাযোগের ঠিকানাঃ

আত্‌-তাক্বওয়া একাডেমি

চৌগাছা, গাংনী, মেহেরপুর

মোবাইলঃ ০১৭২১৬২৬৪৬৮