Academic

ক্লাসের পদ্ধতি

প্রথম ধাপঃ ভর্তির পর শিক্ষার্থী তার নিজ একাউন্টে লগ ইন করে সমস্ত ক্লাস  মেটেরিয়ালস দেখতে পাবেন ।

দ্বিতীয় ধাপঃ মুহতারামাহ উস্তাযাহ যে কয়টি লেকচার পড়া দিবেন, সেগুলোর ভিডিও ATOA এর Website থেকে শিক্ষার্থী তার  একাউন্টে প্রবেশ করে সম্পন্ন করবেন ।

তৃতীয় ধাপঃ লেকচারের ভিডিও দেখা শেষ হলে ভিডিও এর পাশে থাকা হোমওয়ার্ক লিস্ট দেখে নির্দিষ্ট হোমওয়ার্ক সম্পন্ন করবেন ।

চতুর্থ ধাপঃ অতঃপর, হোমওয়ার্ক খাতার ছবি তুলে Telegram এর নির্ধারিত গ্রুপে জমা দিবেন এবং পড়াশুনা সংশ্লিষ্ট যে কোন প্রশ্ন উস্তাযাহকে করবেন ।

পঞ্চম ধাপঃ প্রতি মাসে মুহতারামাহ উস্তাযাহ লাইভ ক্লাসে বোনদেরকে সরাসরি পড়া ধরবেন এবং পূর্ববর্তী দার্সে বোনদের কোন সমস্যা থাকলে তার সমাধান করে দিবেন ।

ষষ্ঠ ধাপঃ নির্দিষ্ট সময় পর Google Form এর মাধ্যমে MCQ পদ্ধতিতে মূল পরীক্ষা এবং পরে ভাইভার মাধ্যমে শিক্ষার্থীর ফলাফল দেওয়া হবে ।


স্কলারশিপ

????আপনার দ্বীন শিক্ষার আগ্রহ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ।

এজন্য, আমাদের ফি সমূহ আমরা সর্বোচ্চ কমের মধ্যে রেখেছি একটাই উদ্দেশ্য যাতে কোনো বোন দ্বীন শিক্ষার ক্ষেত্রে বাঁধার মুখে না পরে। এছাড়া, খুব বেশি আগ্রহী কিন্তু সামার্থ্য রাখে না এরকম বোনদের জন্য স্কোলারশীপের ব্যবস্থা আছে।

আর, আল্লাহ্‌ সামার্থ্য দিলে দ্বীন শিক্ষার ক্ষেত্রে কিছুটা খরচ করাও অন্তরের অনেক বড় প্রশান্তির কারন হবে।

আল্লাহ তায়ালা সেই সুযোগ দিলে আপনি এগিয়ে আসবেন, ইন শা আল্লাহ।

????আপনি যদি সত্যিকারভাবেই স্কোলারশিপের হক্ব রেখে থাকেন, তাহলেই কেবলমাত্র পরিপূর্ণ আমানাতদারীতার সাথে স্কোলারশীপের আবেদনের জন্য অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন।

অবশ্যই ফর্মে আপনার সমস্যার কথা বিস্তারিতভাবে লিখবেন।

✍প্রতিটি প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে লিখবেন। যাতে আপনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা একাডেমির সহজ হয়।

স্কোলারশীপের ফর্ম লিংকঃ

https://docs.google.com/forms/d/1-1FSF-X0c8xVlzQ6usyUwNWvrn1s3djsutFn9S_XEUA/edit


যেকোন সাহায্যের জন্য নিচের ফর্মটি পুরন করুন

Error: Contact form not found.