Class Procedure

?️ক্লাস পদ্ধতিঃ

◾️প্রথম ধাপঃ একাডেমি থেকে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীগণ ওয়েবসাইটে নিজ নিজ একাউন্টে লগ ইন করে সমস্ত ক্লাস মেটেরিয়ালস দেখতে পাবেন।

◾️দ্বিতীয় ধাপঃ আমরা এডমিন প্যানেল থেকে প্রতিটি কোর্সের জন্য লেসন প্লানিং দিয়ে দিবো।
লেসন প্লানিং অনুসারে সপ্তাহে দু'দিন তথা সোমবার এবং জুমুয়া'বার যে কয়টি লেকচার দেওয়া হবে সেগুলোর ভিডিও ওয়েবসাইটে নিজ একাউন্ট থেকেই শিক্ষার্থীগণ সম্পন্ন করবেন।

◾️তৃতীয় ধাপঃ লেকচারের ভিডিও দেখা শেষ হলে ভিডিও এর পাশে থাকা হোমওয়ার্ক দেখে হোমওয়ার্ক সম্পন্ন করবেন।

◾️চতুর্থ ধাপঃ অতঃপর, হোমওয়ার্ক সম্পন্ন করে খাতার ছবি তুলে Telegram এর নির্ধারিত গ্রুপে জমা দিতে হবে এবং পড়াশুনা সংশ্লিষ্ট যে কোন প্রশ্ন সরাসরি উস্তাযাহকে করার সার্বক্ষণিক সুযোগ আছে।

◾️পঞ্চম ধাপঃ প্রতি মাসের নির্ধারিত দিনসমূহে সম্মানিত উস্তাজাহগণ লাইভ ক্লাসে বোনদেরকে সরাসরি পড়া ধরবেন এবং পূর্ববর্তী দার্সে বোনদের কোন সমস্যা থাকলে তার সমধান করে দিবেন, ইন শা আল্লাহ।

★★এছাড়া, পরবর্তী যাবতীয় নির্দেশনা একাডেমি থেকেই জানিয়ে দেওয়া হয়।

জাযাকিল্লাহু খইরন।