
সব ধরণের পেইড এবং ফ্রি কোর্সের আপডেট পেতে এখনই যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল প্লাটফর্মে । (শুধুমাত্র বোনদের জন্য)
Offered Courses
Our Courses
Register Today!
আমাদের প্রতিটি কোর্স বিশুদ্ধ জ্ঞানের আলোকে সাজানো এবং কুর’আন ও ছহীহ সুন্নাহর জ্ঞানকে সবার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে । আমাদের যোগ্যতাসম্পন্ন উস্তাযাহগণ পড়াশুনার মানকে ধরে রাখার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন । ফিতনামুক্ত পরিবেশ নিশ্চিত করতে ATOA অঙ্গীকারবদ্ধ, আলহামদুলিল্লাহ ।
Long Courses
Diploma Courses

Diploma in Arabic Language
মাদিনা ইউনিভার্সিটি সহ বিশ্বের প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয় গুলোর এরাবিক ল্যাংগুয়েজ এবং বাংলাদেশের কওমী ও আলিয়া মাদরাসার সিলেবাস পর্যালোচনা করে প্রণয়ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। যা একজন শিক্ষার্থীকে শূন্য লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবে। কোর্স টিতে আরবি ভাষা এবং আরবি গ্রামারের সমন্বয় রয়েছে। এছাড়াও, ভাষার ৫ দক্ষতা তথা বলা, পড়া, লেখা, বুঝা ও শুনার যোগ্যতা অর্জন হবে। এই কোর্স টি সম্পন্ন করার পরে আপনি কুর’আন – হাদিস সরাসরি মূল আরবিতেই পড়তে ও বুঝতে পারবেন।


Diploma in Islamic Studies
তাওহিদ-শির্ক, উলূমুল কুরআন, তাফসিরুল কুরআন, উসুলুল হাদিস, ইলমুল হাদিস, উসূলুল ফিক্বহ, ইলমুল ফিক্বহ, এরাবিক ল্যাংগুয়েজ, দাওয়া এবং তুলনামূলক ধর্মত্বত্ত্ব, আত্মশুদ্ধি, সিরাহ, ইসলামের ইতিহাস, ইসলামি আদব, আল-আখিরাত,ফ্যামিলি ম্যানেজমেন্ট, থিসিস এরকম অত্যাবশ্যকীয় এবং জীবনঘনিষ্ঠ বিষয়ের সমন্বয়ে সাজানো আমাদের “ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ” আলহামদুলিল্লাহ।
Offered Courses
Support Community Short Courses

আত্মশুদ্ধি-সফলতার চাবিকাঠি

তাওহীদ (লেভেল এক)

৩০ তম পাড়াঃ অর্থ ও ব্যাখ্যা

সূরা মুল্কঃ অর্থ ও ব্যাখ্যা

সূরা ওয়াকিয়াঃ অর্থ ও ব্যাখ্যা

উসূলুল হাদীছ (হাদীছের মূলনীতি)

উসূলুল ফিক্বহ (ফিক্বহের মূলনীতি)

ইলমুল ফিক্বহ (পবিত্রতা)

বুলুগুল মারাম (নির্বাচিত অংশ)

উলুমুল কুরআন (লেভেল এক)

শাহরু রমাদ্বন এবং ফিক্বহুস সিয়াম

ইলমুস সর্ফ (লেভেল এক)❞

ইলমুস সর্ফ (লেভেল এক)❞
Offered Courses
Free Short Courses

আসমাউল হুসনা
আসমাউল হুসনা শর্টকোর্সটি করার জন্য একাডেমির অফিসিয়াল টেলিগাম চ্যানেলে যুক্ত হতে হবে । টেলিগ্রাম চ্যানেলে সিক্রেট গ্রুপের লিংক দেওয়া হয় ।
CHOOSE US
কেনো ATOA তে পড়বেন ?
কুর’আন ও ছহীহ সুন্নাহ মূল ভিত্তি ।
ফিতনামুক্ত, শুধুমাত্র উস্তাযাহগণ ক্লাস নেন ।
মান সম্মত প্রি-রেকর্ডেড ভিডিও ক্লাস ।
প্রতি কোর্সে পর্যাপ্ত লাইভ ক্লাস ।
নিয়মিত হোমওয়ার্ক যাচাই ও সমস্যার সমাধান ।
পর্যাপ্ত ক্লাস টেস্ট এবং ইনকোর্স পরীক্ষার ব্যবস্থা ।
সেমিস্টার ফাইনাল পরীক্ষার মূল খাতা থেকে সরাসরি মূল্যায়ন ।
ল্যাংগুয়েজ এবং ব্যাকরণের সমন্বয়ে আরবি ভাষায় পূর্ণ দক্ষতা অর্জন ।
ক্বুর’আন-সুন্নাহ ও ফিক্বহ সহ ইসলামের বিভিন্ন শাখায় জ্ঞানার্জন ।

About US
Our Story
ATOA মূলত একটি স্বপ্নের নাম।
দুনিয়াবি সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী কিছু-ভাই বোনদের স্বপ্ন পূরণের জায়গা।
রব্বের ভালোবাসায় অন্তরকে সাজিয়ে আল্লাহ সুবহানু ওয়া তায়ালার রঙ্গে রঙ্গীন হওয়ার প্লাটফর্ম।
আমাদের কে খুব ভাবায় জেনারেল পড়ুয়া কিছু প্র্যাক্টিসিং বোনদের কষ্ট। যারা দ্বীনি ইলম অর্জনের সুযোগ না পাওয়ায় দিনের পর দিন মনের মধ্যে হাহাকার আর ব্যাকুলতা অনুভব করে।
আমাদের জানা-অজানা হাজারো ভাই-বোন কতো রকম কষ্টের মাঝে থেকে শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য একটি রাস্তা খুঁজে।
তারা আলোর পথের পথিক হতে চায়।
“বোনদের আলোর পথের সহযোগী এবং সহযাত্রী হতেই শুধুমাত্র বোনদের জন্য দ্বীনি ইল্ম অর্জনের এক অনন্য অনলাইন প্লাটফর্ম এর নামই হল – ATOA…”

Years of Service
Countries
District
Offered Courses
সব ধরণের পেইড এবং ফ্রি কোর্সের আপডেট পেতে এখনই যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল প্লাটফর্মে । (শুধুমাত্র বোনদের জন্য)
TESTIMONIALS
শিক্ষার্থীদের নিকট আমরা

ATOA হচ্ছে উৎসুক নারীদের ভরসার স্থান আর রবের ভালোবাসা খুঁজে পাওয়ার স্থান।
সর্বোপরি, একটি দ্বীনি ও আধুনিক শিক্ষার যুগোপযোগী সমন্বয় এর নাম ATOA.

মাসুদা আক্তার মিলা
৪র্থ ব্যাচ

এখন আমি এমন এক জান্নাত প্রত্যাশি কাফেলায় শামিল হয়েছি যেখানে নেই বেহুদা কোন প্রতিযোগিতা, হিংসা,বিদ্বেষ,গীবত।যেখানে আমার উস্তাযা কন্ঠের পর্দাও করেন আলহামদুলিল্লাহ্।। এক অন্যরকম প্রশান্তির জায়গা আলহামদুলিল্লাহ্।

ইশরাত জাহান
ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ

ATOA আসলেই আমার স্বপ্ন পুরনের জায়গা । আমি এখানে পেয়েছি আমার প্রিয় উস্তাজাহ মুস্তয়ারা মুক্তা কে যে আমার অবস্থা না জেনেও সে কথা গুলো বলে ফেলে।
আর ইসলামীক স্টাডিজ এর কোর্স সমূহ আমার মতো নতুন দীনের পথে আসা বোনেদের জন্য অনেক উপযুক্ত। কারন এখানে একেবারে গোড়া থেকেই শুরু করা হয়।
সবশেষে বলতে চাই ATOA হলো আমাদের প্রশান্তির জায়গা। আর উস্তাজাহগণ আমাদের খুবই আপন।

কানিজ ফাতেমা
৪র্থ ব্যাচ, ইসলামিক স্টাডিজ

আমার রবব আমার উপর দায়া করেছেন তাই ATOA মত একটা প্লাটফর্ম আর উস্তাজাহ মুস্তায়ারা মুক্তার মত একজন উস্তাযা আল্লাহ মিলিয়ে দিয়েছেন।
আল্লাহর এই নিয়ামতের অশেষ শুকরিয়া আদায় করে শেষ করার মত না।

করিমা রহমান জান্নাহ
৪র্থ ব্যাচ, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ
FAQ
Frequently Asked
একাডেমিতে বর্তমানে কতটি কোর্স চালু আছে ?
⭕এক নজরে আমাদের চলমান কার্যক্রম সমূহ:
✔ডিপ্লোমা কোর্সঃ
✪ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ
✪ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ
✔শর্ট কোর্সঃ
☞আত্মশুদ্ধি-সফলতার চাবিকাঠি
☞তাওহীদ (লেভেল-১)
☞৩০ তম পাড়াঃ অর্থ ও ব্যাখ্যা
☞ সূরা মুল্কঃ অর্থ ও ব্যাখ্যা
☞সূরা ওয়াকিয়াঃ অর্থ ও ব্যাখ্যা
☞উসূলুল হাদীছ (হাদীছের মূলনীতি)
☞উসূলুল ফিক্বহ (ফিক্বহের মূলনীতি)
☞ইলমুল ফিক্বহ (পবিত্রতা)
☞বুলুগুল মারাম ১ (নির্বাচিত অংশ)
☞উলুমুল কুরআন (১ম লেভেল)
☞শাহরু রমাদ্বন এবং ফিক্বহুস সিয়াম
☞ইলমুস সর্ফ (১ম লেভেল)
☞ইলমুস সর্ফ (২য় লেভেল)
✔️দাওয়া সেন্টারঃ
~দার্সুল কুরআন
~দার্সুল হাদিস
~উম্মুক্ত প্রশ্ন-উত্তর
~উম্মুক্ত প্রশ্ন-উত্তর এবং নাসিহা প্রোগ্রাম
~হালাল বিনোদন
☞দাওয়া সেন্টারের কার্যক্রম নির্দিষ্ট সময় ভিত্তিক বিভিন্ন সেশন ভিত্তিক চলমান।
আলহামদুলিল্লাহ।
✔️ফ্রি কোর্সঃ
☞আসমাউল হুসনা
☞কুরআনিক দুয়া
☞হাদিসের দুয়াসমূহ
☞হিফযুল হাদিস
☞সকাল সন্ধ্যার দুয়া ও যিকর
☞প্রাত্যহিক জীবনের দুয়া
✔️অন্যান্য কার্যক্রম সমূহঃ
◑🌱ইলমুন নাফিয়াহ🌱◑
~ইয়াতীম প্রতিপালন
~দাওয়ার প্রচার-প্রসার
~দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে ইলম অর্জন সহজ করণ
~স্কোলারশীপের মাধ্যমে সামার্থ্যহীন অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা করা
~দায়ী ইলাল্লাহগনকে অবস্থা অনুযায়ী আর্থিক সাপোর্ট
~অফলাইন দাওয়া সেন্টারের ভিত্তি স্থাপন
~সামার্থ্যহীন ত্বলিবুল ইলমগণকে ইসলামিক বই কিনে দেওয়া
~ইলমী প্রতিযোগিতায় নির্বাচিত বোনদের পুরষ্কার প্রদানসহ আরো বিভিন্ন সাদাকাহ খাতসমূহ
☞ATOA এর এই ইলমুন নাফিয়া প্রজেক্টে যেকোনো বোন এককালীন সাদাকাহ, নিয়মিয় সাদাকাহ অথবা যেকোনো পরিমাণ সাদাকাহ দিয়েই অংশগ্রহণ করতে পারবেন, ইন শা আল্লাহ।।
এরাবিক ল্যাংগুয়েজ এ কী কী পড়ানো হয়?
❝ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ❞
সময়সীমাঃ-২.৫ বছর (৫ সেমিস্টার)
কোর্স সামারিঃ-
>এই কোর্স টির শিক্ষা পদ্ধতি - মাদিনা ইউনিভার্সিটি সহ বিশ্বের প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয় গুলোর এরাবিক ল্যাংগুয়েজ এবং বাংলাদেশের কওমী ও আলিয়া মাদরাসার সিলেবাস পর্যালোচনা করে প্রণয়ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
>যা একজন শিক্ষার্থীকে শূন্য লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে উচ্চ লেভেলে নিয়ে যাবে, ইন শা আল্লাহ।
>কোর্স টিতে আরবি ভাষা এবং আরবি গ্রামার(ইলমুন নাহু এবং ইলমুস সর্ফ) এর সমন্বয় রয়েছে।
>কোর্স টিতে ভাষার ৫ দক্ষতা তথা বলা, পড়া, লেখা, বুঝা ও শোনার যোগ্যতা অর্জন হবে।
>সবথেকে বড় অর্জন এই কোর্স টি সম্পন্ন করার পরে আপনি ক্বুর'আন - হাদিস সরাসরি মূল আরবিতেই পড়তে ও বুঝতে পারবেন। তথা ইসলামের ভাষায় সরাসরি ইসলাম শিখতে পারবেন, ইন শা আল্লাহ।
[বিশেষ করে জেনারেল পড়ুয়া বোনদের দিকে লক্ষ্য রেখে সর্বোচ্চ কার্যকর পদ্ধতির সমন্বয়ে আমাদের কোর্স কারিকুলাম সাজানো হয়েছে। যেকারণে আরবিতে একেবারেই নতুন।
কোনো হাতে কলম নেই।
শুধুমাত্র কুরআন দেখে পড়তে পারে এরকম বোনদের জন্যও আরবি শিক্ষার এটি একটি সর্বোত্তম প্লাটফর্ম হবে, ইন শা আল্লাহ ]
জাযাকিল্লাহু খইরন।
ইসলামিক স্টাডিজে কী কী পড়ানো হয়?
❝ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ❞
সময়সীমাঃ-২.৫ বছর (৫ সেমিস্টার)
>কোর্স সামারিঃ-
> প্রতিটি মুসলিম/মুসলিমাহ মাত্রই যে বিষয়গুলোর উপরে জ্ঞান অর্জন করা ফরয।
এরকম ফরযে আইন ছাড়াও ইসলামের আরো অনেক শাখাপ্রশাখাগত বিষয় রয়েছে।
রয়েছে আকীদাগত গুরুত্বপূর্ণ বিষয়।
>যেমন, তাওহিদ-শির্ক, উলূমুল কুরআন, তাফসিরুল কুরআন, উসুলুল হাদিস, ইলমুল হাদিস, উসূলুল ফিক্বহ, ইলমুল ফিক্বহ, এরাবিক ল্যাংগুয়েজ, দাওয়া এবং তুলনামূলক ধর্মত্বত্ত্ব, আত্মশুদ্ধি, সিরাহ, ইসলামের ইতিহাস, ইসলামি আদব, আল-আখিরাত,ফ্যামিলি ম্যানেজমেন্ট, থিসিস এরকম অত্যাবশ্যকীয় এবং জীবনঘনিষ্ঠ বিষয়ের সমন্বয়ে সাজানো আমাদের
"ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ"
আলহামদুলিল্লাহ।
জাযাকিল্লাহু খইরন।
ডিপ্লোমা কোর্সে মোট কয় সেমিস্টার বা সময়সীমা কেমন?
⭕ডিপ্লোমা কোর্সে মোট কয় সেমিস্টার বা সময়সীমা কেমন?
☞❝ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ❞ এবং ❝ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ❞ এর প্রতি সেমিস্টার সময়সীমা ৬ মাস।
☞মোট ৫ সেমিস্টারে অর্থাৎ ২.৫ বছরের মধ্যে ❝ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ❞ এবং ❝ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ❞ শেষ হবে, ইন শা আল্লাহ।
☞প্রতিটি সেমিস্টার ❝সেমিস্টার ফাইনাল❞ এক্সামের মাধ্যমে সমাপ্ত হবে।
☞প্রতিটি সেমিস্টার শুরু হওয়ার আগের এবং পরের প্রয়োজনীয় যাবতীয় নির্দেশনা একাডেমি থেকে জানিয়া দেওয়া হয়, আলহামদুলিল্লাহ।
উস্তাজাহ গণের ব্যাপারে জানতে চাই।
⭕উস্তাজাহ গণের ব্যাপারে জানতে চাই।
প্রধান উস্তাজাহ হিসেবে থাকবেন উস্তাজা মুস্তয়ারা মুক্তা এবং উস্তাজার নির্বাচিত সম্মানিতা উস্তাজাগণ।
◑উস্তাজা মুস্তয়ারা মুক্তা
✔Headmistress at At-taq’wa Academy & At-taq’wa Online Academy.
✔Completed Dawra hadith from reputed Madrasah
✔Honours completed in Arabic Language & Literature.
✔Masters completed (Full Arabic in Thesis Group)
✔Teacher in a reputed women’s Madrasah
তিনি বোনদের মাঝে বিভিন্ন দাওয়া মূলক কাজে নিযুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন গবেষণাধর্মী কাজ, লেখালেখি এবং কল্যাণমূলক কাজেও নিযুক্ত থাকেন। তিনি ইতিমধ্যেই সম্পূর্ণ আরবিতে
“أداب فاطمة الزهراء رضي الله تعالي عنها و قيمتها الفنية”
শীর্ষক একটি গবেষণাপত্র সম্পন্ন করেছেন।আলহামদুলিল্লাহ। এছাড়াও, আরবি ভাষা ও ব্যাকরণে বিস্তর গবেষণা ছাড়াও ইসলামিক শারীয়ার বিভিন্ন বিষয়ের উপরেও সম্মানিতা উস্তাজাত বিষয়ভিত্তিক আর্টিকেল আছে। এছাড়া, একাধিক আরব প্রতিষ্ঠানের সাথেও তিনি যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ।
উস্তাজাগণ ছাড়াও প্রতিটি কোর্স সুষ্ঠুভাবে মেইনটেইনের জন্য আরো অসংখ্য দায়ী ইয়াল্লাহ বোনেরা আভ্যন্তরীণ ও প্রকাশ্যে খিদমাত দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ।
ক্লাসের পদ্ধতি কেমন?
⭕ডিপ্লোমা কোর্সের ক্লাসের পদ্ধতি কেমন?
☞প্রথমত, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীগণ ওয়েবসাইটে নিজ নিজ একাউন্টে লগ ইন করে সমস্ত ক্লাস মেটেরিয়ালস দেখতে পাবেন।
☞দ্বিতীয়ত, আমরা এডমিন প্যানেল থেকে প্রতিটি কোর্সের জন্য লেসন প্লানিং দিয়ে দিবো।
লেসন প্লানিং অনুসারে সপ্তাহে দু’দিন তথা সোমবার এবং জুমুয়া’বার যে কয়টি লেকচারের টার্গেট দেওয়া হবে, সেগুলোর ভিডিও ওয়েবসাইটে নিজ একাউন্ট থেকেই শিক্ষার্থীগণ সম্পন্ন করবেন।
☞তৃতীয়ত, লেকচারের ভিডিও দেখা শেষ হলে ভিডিওর পাশে থাকা হোমওয়ার্ক দেখে হোমওয়ার্ক সম্পন্ন করবেন এবং হোমওয়ার্ক সম্পন্ন করে খাতার ছবি তুলে Telegram এর নির্ধারিত হোমওয়ার্ক গ্রুপে জমা দিতে হবে এবং পড়াশুনা সংশ্লিষ্ট যে কোন প্রশ্ন সরাসরি উস্তাযাহকে করার সার্বক্ষণিক সুযোগ আছে।
✔লেসনচার্টের টার্গেট অনুসারে প্রতি মাসের নির্ধারিত দিনসমূহে সম্মানিত উস্তাজাহগণ লাইভ ক্লাসে বোনদেরকে সরাসরি পড়া ধরবেন এবং পূর্ববর্তী দার্সে বোনদের কোন সমস্যা থাকলে তার সমধান করে দিবেন, ইন শা আল্লাহ।
এছাড়াও ক্লাস সংক্রান্ত যাবতীয় নির্দেশনা একাডেমি থেকেই জানিয়ে দেওয়া হয়।
জাযাকিল্লাহু খইরন।🌹🌿
ডিপ্লোমা কোর্স সমূহের খরচ কেমন?
ডিপ্লোমা কোর্স সমূহের খরচ কেমন?
"ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ"
"ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ"
সময়সীমাঃ ২.৫ বছর (৫ সেমিস্টার)
প্রতি সেমিস্টারের সময়সীমাঃ ৬/৭ মাস
ফি পরিশোধের দুটি পদ্ধতিঃ
১ম পদ্ধতিঃ
এডমিশন ফিঃ - ১০২০ টাকা। (শুধুমাত্র একবারের জন্য)
মাসিক ফি - ৪১০ টাকা থেকে শুরু (প্রতি মাসে পরিশোধযোগ্য)
অথবা
২য় পদ্ধতিঃ
এডমিশন ফিঃ - ১০২০ টাকা। (শুধুমাত্র একবারের জন্য)
সেমিস্টার ফি= ৪১০*৬ = ২৪৬০ টাকা থেকে শুরু
➤তবে, আমাদের বিশেষ অনুরোধ থাকবে সামার্থ্যবান বোনেরা নিজের সাধ্যমতো আরো বেশি ফি দিবেন।
প্রচুরসংখ্যক সামার্থ্যহীন বোনদের স্কোলারশীপের আওতায় সুযোগ দেওয়া সহ পুরো সিস্টেম দাড় করাতে আমরা দাওয়ার কাজে প্রচন্ডরকম আর্থিকভাবে হিমশিম খাচ্ছি।
ইলমুন নাফিয়ার প্রচার-প্রসারে সামার্থ্যবান বোনেরা এগিয়ে আসুন, ইন শা আল্লাহ।
ডিপ্লোমা কোর্সে কীভাবে ভর্তি হবো?
⭕ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ অথবা এরাবিক ল্যাংগুয়েজ ডিপার্টমেন্ট এ কীভাবে ভর্তি হবো?
➤ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য নির্দিষ্ট পরিমান ফি পরিশোধ করে এডমিশন ফর্ম সাবমিট করবেন।
⭕এডমিশনের জন্য এখানে ক্লিক করুন ।
★★এডমিশন ফর্ম টি সাবমিট করার পরে সাবমিশনের স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেইজে অবশ্যই আপনার কণ্ঠে সালাম দিয়ে আপনার নাম বলবেন এবং আমরা আপনাকে পরবর্তী নির্দেশনা জানিয়ে দিবো, ইন শা আল্লাহ।
এভাবেই আপনার ভর্তি সম্পন্ন হবে।
✔✔ফেইসবুক পেইজের লিংকঃ
fb.com/atoaOfficialBd
জাযাকিল্লাহু খইরন।🌹🌿
আপনাদের মানহাজ কী?
⭕আপনাদের মানহাজ কী?
➤আলহামদুলিল্লাহ।
ইলম নেওয়ার আগে অবশ্যই জেনে নিতে হবে যে আপনি কোন সোর্স থেকে ইলম নিচ্ছেন। কারণ, দ্বীন হচ্ছে সবথেকে বড় আমানাত।
➤এছাড়া, মানহাজের ক্ষেত্রে আমরা সালফ-আসসলিহীনগণের মানহাজ এবং বুঝ ফলো করি। আর, সকল ক্ষেত্রে মধ্যমপন্থা অনুসরণ করি, আলহামদুলিল্লাহ।
ফিক্বহের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সব মাজহাবের এবং আলিমগণের মতগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। প্রত্যেকটি বিষয় কুরআন এবং সহীহ সুন্নাহর মানদণ্ডে উপস্থাপন করা হয়।
➤আলহামদুলিল্লাহ। প্রত্যেক আলিমের মতামতকেই সর্বোচ্চ সম্মান করা হয়। একজন দায়ী ইলাল্লাহ নিজের মতের বাইরের ভিন্ন মতের আলিমগণকেও অনেক সম্মান করেন। কারো প্রতিই কোনো বিদ্বেষ ভাব থাকে না। উম্মাহর সমস্ত আলিমগণের জন্যই শ্রদ্ধাবোধ এবং দুয়া থাকে।
একজন ত্বলিবুল ইলমের সব মাজহাব এবং মানহাজ সম্পর্কে জানাটাও জরুরী।
আল্লাহ সুবহানু ওয়া তায়ালা সীরাতুল মুস্তাকীমের উপরে আমাদের অটল অবিচল রাখুন।
জাযাকিল্লাহু খইরন।🌹🌿
আপনাদের কি আলিম/আলিমা কোর্স আছে?
⭕আপনাদের কি আলিম/আলিমা কোর্স আছে?
➤ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং এরাবিক ল্যাংগুয়েজ দুইটা একসাথে সম্পন্ন করতে পারলে আলিম হওয়ার পথে হাঁটতে পারবেন।
আলিম হওয়ার জন্য যা লাগে এই কোর্স দুইটির মধ্যে তা আছে, আলহামদুলিল্লাহ।
এভাবেই কোর্সগুলো সাজানো হয়েছে।
➤তাছাড়া, নির্দিষ্ট কোনো একটি কোর্সের মাধ্যমে আলিম হওয়া যায় না বোন।
আলিম হওয়া অনেক অনেক সাধনার বিষয়। দিনের পর দিন ইলমের পিছনে লেগে থাকতে হয়। আপনি কোর্সগুলোর মাধ্যমে আলিম হওয়ার রাস্তা খুঁজে পাবেন।
যে রাস্তায় সাধনা করলে একদিন আপনি সফল হবেন, ইন শা আল্লাহ।
আল্লাহর সন্তুষ্টি অর্জনে ধন্য হবেন, ইন শা আল্লাহ🌹🌿
