Diploma in Arabic Language

সময়সীমাঃ-২.৫ বছর (৫ সেমিস্টার)


মাদিনা ইউনিভার্সিটি সহ বিশ্বের প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয় গুলোর এরাবিক ল্যাংগুয়েজ এবং বাংলাদেশের কওমী ও আলিয়া মাদরাসার সিলেবাস পর্যালোচনা করে গবেষণালব্ধ স্বতন্ত্র সিলেবাস প্রণয়ন করা হয়েছে, আলহামদুলিল্লা। যা একজন শিক্ষার্থীকে শূন্য লেভেল থেকে শুরু করে ধাপে ধাপে উচ্চ লেভেলে নিয়ে যাবে। এছাড়াও ভাষার ৫ দক্ষতা তথা বলা, পড়া, লেখা, বুঝা ও শোনার যোগ্যতা অর্জন হবে। সবথেকে বড় অর্জন এই কোর্স টি সম্পন্ন করার পরে আপনি ক্বুর'আন - হাদিস সরাসরি মূল আরবিতেই পড়তে ও বুঝতে পারবেন। তথা ইসলামের ভাষায় সরাসরি ইসলাম শিখতে পারবেন, ইন শা আল্লাহ। [বিশেষ করে জেনারেল পড়ুয়া বোনদের দিকে লক্ষ্য রেখে সর্বোচ্চ কার্যকর পদ্ধতির সমন্বয়ে আমাদের কোর্স কারিকুলাম সাজানো হয়েছে। যেকারণে আরবিতে একেবারেই নতুন কোনো হাতে কলম নেই এরকম বোনদের জন্যও আরবি শিক্ষার এটি একটি সর্বোত্তম প্লাটফর্ম হবে, ইন শা আল্লাহ ]

কোর্স ফি

✔ভর্তি ফিঃ 

ফি পরিশোধের দুটি পদ্ধতিঃ

১ম পদ্ধতিঃ

এডমিশন ফিঃ - ১০২০ টাকা। (শুধুমাত্র একবারের জন্য)
মাসিক ফি - ৪১০ টাকা থেকে শুরু (প্রতি মাসে পরিশোধযোগ্য)

অথবা

২য় পদ্ধতিঃ

এডমিশন ফিঃ - ১০২০ টাকা। (শুধুমাত্র একবারের জন্য)

সেমিস্টার ফি= ৪১০*৬ = ২৪৬০ টাকা থেকে শুরু

➤তবে, আমাদের বিশেষ অনুরোধ থাকবে সামার্থ্যবান বোনেরা নিজের সাধ্যমতো আরো বেশি ফি দিবেন।
প্রচুরসংখ্যক সামার্থ্যহীন বোনদের স্কোলারশীপের আওতায় সুযোগ দেওয়া সহ পুরো সিস্টেম দাড় করাতে আমরা দাওয়ার কাজে প্রচন্ডরকম আর্থিকভাবে হিমশিম খাচ্ছি।
ইলমুন নাফিয়ার প্রচার-প্রসারে সামার্থ্যবান বোনেরা এগিয়ে আসুন, ইন শা আল্লাহ।

এছাড়া, দ্বীন শিক্ষায় আপনি যতটুকু খরচ করবেন। সেটাই আপনার জন্য সাদাকাহ হিসেবে এবং আল্লাহ সুবহানু ওয়া তায়ালার সন্তুষ্টি অর্জনের কারণ হিসেবে গন্য হবে, ইন শা আল্লাহ।

 

ফি পাঠানোর জন্যঃ(ATOA)

01789100459 (বিকাশ পার্সোনাল)
01789100459 (নগদ পার্সোনাল)
017891004591 (রকেট পার্সোনাল)

★★★ প্রতিটি ডিপ্লোমা কোর্সের জন্য আলাদা আলাদা ভর্তি ফি এবং মাসিক ফি আবশ্যক।

 

✔ পরীক্ষার ফিঃ

তুলনামূলকভাবে খুবই কম। যা পরীক্ষার পূর্বে একাডেমি থেকে জানিয়ে দেওয়া হয়, ইন শা আল্লাহ। 

ভর্তির নিয়মাবলী

➤ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য নির্দিষ্ট পরিমান ফি পরিশোধ করে এডমিশন ফর্ম সাবমিট করবেন।

⭕ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এখানে ক্লিক করুন ।

★★এডমিশন ফর্ম টি সাবমিট করার পরে সাবমিশনের স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেইজে অবশ্যই আপনার কণ্ঠে সালাম দিয়ে আপনার নাম বলবেন এবং আমরা আপনাকে পরবর্তী নির্দেশনা জানিয়ে দিবো, ইন শা আল্লাহ।
এভাবেই আপনার ভর্তি সম্পন্ন হবে।

✔✔ফেইসবুক পেইজের লিংকঃ
fb.com/atoaOfficialBd

জাযাকিল্লাহু খইরন।🌹🌿