Diploma in Islamic Studies

সময়সীমাঃ-২.৫ বছর (৫ সেমিস্টার)


তাওহীদ, উলূমুল কুরআন, তাফসিরুল কুরআন, উসুলুল হাদিস, ইলমুল হাদিস, উসূলুল ফিক্বহ, ইলমুল ফিক্বহ, এরাবিক ল্যাংগুয়েজ, দাওয়া এবং তুলনামূলক ধর্মত্বত্ত্ব, আত্মশুদ্ধি, সিরাহ, ইসলামের ইতিহাস, ইসলামি আদব, আল-আখিরাত,ফ্যামিলি ম্যানেজমেন্ট, থিসিস এরকম অত্যাবশ্যকীয় বিষয়ের সমন্বয়ে সাজানো আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ।

কোর্স ফি

✔ভর্তি ফিঃ 

সময়সীমাঃ ২.৫ বছর (৫ সেমিস্টার)
সেমিস্টারের সময়সীমাঃ ৬/৭ মাস

পবিত্র দ্বীন শিক্ষার এই ইলমী পথযাত্রায় আহলান ওয়া সাহলান মুহতারামাহ🌹

ফি পরিশোধের দুটি পদ্ধতিঃ

১ম পদ্ধতিঃ

এডমিশন ফিঃ - ১০২০ টাকা। (শুধুমাত্র একবারের জন্য)
মাসিক ফি - ৪১০ টাকা থেকে শুরু (প্রতি মাসে পরিশোধযোগ্য)

অথবা

২য় পদ্ধতিঃ

এডমিশন ফিঃ - ১০২০ টাকা। (শুধুমাত্র একবারের জন্য)

সেমিস্টার ফি= ৪১০*৬ = ২৪৬০ টাকা থেকে শুরু

➤তবে, আমাদের বিশেষ অনুরোধ থাকবে সামার্থ্যবান বোনেরা নিজের সাধ্যমতো আরো বেশি ফি দিবেন।
প্রচুরসংখ্যক সামার্থ্যহীন বোনদের স্কোলারশীপের আওতায় সুযোগ দেওয়া সহ পুরো সিস্টেম দাড় করাতে আমরা দাওয়ার কাজে প্রচন্ডরকম আর্থিকভাবে হিমশিম খাচ্ছি।
ইলমুন নাফিয়ার প্রচার-প্রসারে সামার্থ্যবান বোনেরা এগিয়ে আসুন, ইন শা আল্লাহ।

 

◑◑◑পুরো একাডেমিক সিস্টেম ম্যানেজমেন্টে অনেক খরচ থাকা স্বত্ত্বেও আমরা বোনদের জন্য আমাদের দিক থেকে যতটা সম্ভব সর্বোচ্চ সহজ করার চেষ্টা করেছি।

এছাড়া, দ্বীন শিক্ষায় আপনি যতটুকু খরচ করবেন। সেটাই আপনার জন্য সাদাকাহ হিসেবে এবং আল্লাহ সুবহানু ওয়া তায়ালার সন্তুষ্টি অর্জনের কারণ হিসেবে গন্য হবে, ইন শা আল্লাহ।

 

ফি পাঠানোর জন্যঃ(ATOA)

01789100459 (বিকাশ পার্সোনাল)
01789100459 (নগদ পার্সোনাল)
017891004591 (রকেট পার্সোনাল)

★★★ প্রতিটি ডিপ্লোমা কোর্সের জন্য আলাদা আলাদা ভর্তি ফি এবং মাসিক ফি আবশ্যক।

 

✔ পরীক্ষার ফিঃ

তুলনামূলকভাবে খুবই কম। যা পরীক্ষার পূর্বে একাডেমি থেকে জানিয়ে দেওয়া হয়, ইন শা আল্লাহ। 

ভর্তির নিয়মাবলী

নির্দিষ্ট কোর্সের জন্য ফর্ম পূরণ করার সাথে সাথে নির্দিষ্ট পরিমান ফি পরিশোধ করবেন ।

ফর্ম টি সাবমিট করার পরে সাবমিশনের স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেইজে অবশ্যই আপনার কণ্ঠে সালাম দিয়ে আপনার নাম বলবেন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন ।

আমাদের ফেসবুক পেইজের লিংকঃ

fb.com/atoaOfficialBd