Dawah Platform

সময়সীমাঃ ধারাবাহিকভাবে বিভিন্ন লেভেলের সমন্বয়ে চলমান একটি স্থায়ী প্রজেক্ট ।


দাওয়া প্লাটফর্ম আমাদের একটি স্বপ্নের জায়গা। যেটি একঝাঁক দায়ী ইলাল্লাহ বোনদের মিলনমেলা হবে, ইন শা আল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোনেরা এখানে একসাথে হয়ে পরস্পরকে জান্নাতের দিকে ডাকবে।

যার মাধ্যমে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে শুধুমাত্র বোনদের নিয়ে একটি বৃহৎ দ্বীনি সার্কেল তৈরি হবে৷

♦দাওয়া প্লাটফর্ম এর স্টাডি প্রেশার কেমন হবে?

- অন্যান্য ডিপ্লোমা কোর্সের মত দাওয়া প্লাটফর্মে নিয়মিত পড়া দেওয়া বা নেওয়ার কোনো প্রেশার নেই। এখানে, সাপ্তাহিক লাইভ দার্স হয়। বিভিন্ন লেভেল বিভিন্ন কন্টেন্ট দিয়ে সাজানো।

প্রতিটি লেভেল শেষ হলে একটি করে এক্সামের ব্যবস্থা আছে।

আর, এক্সামে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারিণী শিক্ষার্থী বোনদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফটের ব্যবস্থা।

খুব আনন্দের সাথে দ্বীন শিক্ষার একটা পরিবেশ চালু রাখার জন্যই আমাদের এই প্রয়াস।

♦দাওয়া প্লাটফর্ম এ কি সেমিস্টার পদ্ধতি আছে? অথবা, কেমন সিস্টেমে এটি চলমান??

- জ্বি, না সেমিস্টার পদ্ধতি নেই।

দাওয়া প্লাটফর্ম অন্যন্য ডিপ্লোমা বা শর্ট কোর্সের মত নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না।

এখানে, ধারাবাহিকভাবে বিভিন্ন লেভেল চলবে।

একটি লেভেল শেষ হলে নতুন আঙ্গিকে আরেকটি লেভেল শুরু হবে।

সমসাময়িক প্রয়োজনীয়তার বিচারে প্রতি নিয়ত লেভেল গুলোকে নতুনভাবে সাজানো হয়ে থাকে।

♦ যেকোনো বোন যেকোনো সময়েই কি দাওয়া প্লাটফর্মে রেজিস্ট্রেশন করতে পারবে?

- জ্বি, যেকোনো বোন যেকোনো সময়েই জয়েন করতে পারবে। কারন, আগের হয়ে যাওয়া সবগুলো লেভেলের ক্লাস মেইন ফেসবুক গ্রুপেই থাকবে।

প্রতি নিয়ত যেহেতু কোনো না কোনো লেভেল চলে। তাই, যে কেউ যেকোনো সময়ে সেই চলমান লেভেলে জয়েন করতে পারবে।

পাশাপাশি, আগের লেভেলগুলোর লেকচারও যেহেতু গ্রুপেই থাকবে। তাই, চাইলে আগের লেভেলগুলোও খুব সহজে সম্পন্ন করতে পারবে।

দাওয়া প্লাটফর্মের ৩য় লেভেলের বিষয়বস্তু কী?

◾অনলাইনে এবং অফলাইনে মাঠপর্যায়ে দাওয়ার হাতে খড়ি তৈরি হবে।
◾আসমাউল হুসনা (আল্লাহ তায়ালার সুন্দর সুন্দর গুণবাচক) নামগুলো হিফয এবং শিকড় থেকে হৃদয়ে ধারণ করা।
◾রিয়াজুস সলিহীন এর (২৬-৫৪) পরিচ্ছেদ দার্সুল হাদিসের মাধ্যমে আয়ত্ত্বকরণ।
◾দাওয়া কে কেন্দ্র করে বিস্তর জ্ঞান অর্জন। যেমন,
দাওয়া কী?
দাওয়ার ফযিলত, দায়ীর গুণাবলি, দাওয়ার ক্ষেত্রে ভুলভ্রান্তি, সুন্নাহর আলোকে দাওয়া,দাওয়ার পদ্ধতিগত নিষিদ্ধতা, দাওয়ার আধুনিক উপকরণ।
◾সমসাময়িক আরো বিভিন্ন বিষয়ের সমন্বয়।
◾সম্পূর্ণ ফিতনামূক্ত প্লাটফর্মে থেকে মুহতারামাহ উস্তাজার তত্ত্বাবধানে থেকে লাইভ প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধাম নিয়ে আলোচনা।
◾একঝাক দায়ী ইলাল্লাহ বোনদের সঙ্গী হয়ে দ্বীনি নেটওয়ার্ক তৈরি।

Image

রেজিস্ট্রেশন ফিঃ

✔রেজিস্ট্রেশন ফিঃ ৩১০টাকা।
(শুধু মাত্র একবারের জন্যই। অর্থ্যাৎ, প্রথমবার রেজিস্ট্রেশনের  সময়ে রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য।

একবার রেজিস্ট্রেশন করলে সারাজীবনের জন্য প্লাটফর্মে থাকার সুযোগ)

ভর্তির নিয়মাবলীঃ

প্রথম ধাপঃ

ফর্ম পূরণ করার সাথে সাথে নির্দিষ্ট পরিমান রেজিস্ট্রেশন ফি পরিশোধ করবেন । 

রেজিষ্ট্রেশন ফিঃ ৩১০ টাকা ।

*** ফি প্রদানের জন্যঃ

01948087645 (বিকাশ পার্সোনাল)

019480876456(রকেট পার্সোনাল ),

দ্বিতীয় ধাপঃ

একাডেমির অনলাইন পেইজে (www.fb.com/ATOAofficialBD) “ID Number” শব্দ দু’টো লিখে মেসেজ দিবেন ।

তৃতীয় ধাপঃ

অতঃপর, আসসালামু আলায়কুম, আমি……(আপনার নাম) , আমি আইডি নাম্বার চাই ‘’ এই ফর্মেটে অনলাইন একাডেমির পেইজে ভয়েস মেসেজ দিবেন ।

চতুর্থ ধাপঃ

তারপর আপনাকে একটি স্টুডেন্ট আইডি  প্রদানপূর্বক আপনাকে যাবতীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হবে ।