আসসালামু আলায়কুম

আত্‌-তাক্বওয়া অনলাইন একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে অভিনন্দন

ATOA মূলত একটি স্বপ্নের নাম।

দুনিয়াবি সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী কিছু-ভাই বোনদের স্বপ্ন পূরণের জায়গা। রব্বের ভালোবাসায় অন্তরকে সাজিয়ে আল্লাহ সুবহানু ওয়া তায়ালার রঙ্গে রঙ্গীন হওয়ার প্লাটফর্ম। আমাদের কে খুব ভাবায় জেনারেল পড়ুয়া কিছু প্র্যাক্টিসিং বোনদের কষ্ট। যারা দ্বীনি ইলম অর্জনের সুযোগ না পাওয়ায় দিনের পর দিন মনের মধ্যে হাহাকার আর ব্যাকুলতা অনুভব করে। আমাদের জানা-অজানা হাজারো ভাই-বোন কতো রকম কষ্টের মাঝে থেকে শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য একটি রাস্তা খুঁজে। তারা আলোর পথের পথিক হতে চায়। "বোনদের আলোর পথের সহযোগী এবং সহযাত্রী হতেই শুধুমাত্র বোনদের জন্য দ্বীনি ইল্ম অর্জনের এক অনন্য অনলাইন প্লাটফর্ম এর নামই হল - ATOA..."

ইহসানঃ উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে?

"থাকবো দুনিয়াতে, কিন্তু রব্বের সন্তুষ্টি অর্জন করে স্বপ্ন বুনবো জান্নাতের, ইন শা আল্লাহ ।

ঠিক এরকম কিছু আশা নিয়ে একসাথে কিছু বোনদের মিলনমেলা করার লক্ষ্যেই ইহসান এর সূচনা ।

✅আমার আপনার একার পক্ষে অনেক কিছুই সম্ভব না। কিন্তু, আমরা একসাথে অনেক কিছুই করতে সক্ষম, ইন শা আল্লাহ।

খুব সামান্য অনির্দিষ্ট কিছু সময়ের সমষ্টির নামই হল জীবন। এই জীবনে  আমরা এমন কিছু করে যেতে চায়, যার ফল মৃত্যুর পরেও পেতেই থাকবো, ইন্স শা আল্লাহ্‌ ।

আল্লাহ সুবহানু ওয়া তায়ালা বলেন-

 

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে ? (আর-রহমানঃ-৬০)

সহীহ মুসলিমের একটি হাদিছে আমরা দেখি,

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ،

সহিহ মুসলিম, যিকর, দুয়া এবং তাওবা অধ্যায়, পরিচ্ছেদঃ ১১, হাদিছ নাম্বারঃ ৭০২৮

অর্থ্যাৎ, এই হাদিছের আলোকে বুঝা যায় যে, আমরা আমাদের মুমিন ভাই-বোনের দুনিয়াবি কোনো কষ্ট - বিপদ দূর করবো, বিনিময়ে আমাদের রব্ব দুনিয়া ও আখিরাতে আমাদেরকে বিপদমুক্ত রাখবেন। আমাদের সমস্ত বিপদ দূর করার ওয়াদা করেছেন স্বয়ং আমাদের রব্ব, সুবহানাল্ল-হ ।

হাদিছের পরবর্তী অংশে আমরা দেখি,

وَاَللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ

সহিহ মুসলিম, যিকর, দুয়া এবং তাওবা অধ্যায়, পরিচ্ছেদঃ ১১, হাদিছ নাম্বারঃ ৭০২৮

অর্থ্যাৎ, আমরা যতক্ষণ আমাদের ভাইয়ের সাহায্যে থাকবো, স্বয়ং আল্লাহ সুবহানু ওয়া তায়ালা আমাদের সাহায্যে থাকবেন ।

ভাবতে পারছেন। আমাদের রব্বের ওয়াদা। এমন সময়ে তিনি আমাদের সহযোগিতা করবেন, যখন আমার মা-বাবা-ভাই-বোন-স্বামী-সন্তান সব থেকে আপন জনেরা আমাদের দেখে পালাবে।

 

আমাদের ইহসানের আওতায় থাকবে অনেক গুলো প্রজেক্ট, আলহামদুলিল্লাহ। যেমনঃ-

১. দাওয়া সেন্টার কেন্দ্রিক প্রজেক্ট।

২. অসহায় ইয়াতিম-মিসকিন প্রজেক্ট।

৩. আজীবন সাদাকায়ে জারিয়া প্রজেক্ট।

৪. হত দরিদ্র পরিবারের জন্য সেবামূলক প্রজেক্ট ।

৫. কর্মসংস্থানমূলক প্রজেক্ট।

৬. কর্যে হাসানাহ প্রজেক্ট।

এরকম অসংখ্যা প্রজেক্টের সমন্বয় হলো আমাদের স্বপ্নের ইহসান ।