“হিফ্‌য ও তাফসীর কোর্সঃ সূরা মুল্‌ক”

সময়সীমাঃ- দেড় মাস


আমাদের কে না চাই!
এমন অতি মূল্যবান কিছুর ধারক-বাহক হতে যা কি না কবরের আযাব থেকে আমাদের বাধা প্রদান করবে!!

এতোটুকু শুনেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন সম্মানিত বোনেরা!

"সূরা মুল্ক" এমন একটি সূরা যা তার সহিবের জন্য অর্থাৎ ধারক-বাহকের জন্য শাফায়াত করবে,
কবরের আযাব থেকে বাধাদানকারী হবে, ইন শা আল্লাহ।

আমরা অনেকেই হইতো সূরা মুল্ক আমলের নিয়াতে প্রতি রাতে পড়ি।
কিন্তু, আমাদের সূরা মুল্কের তিলাওয়াত কি শুদ্ধ হচ্ছে?
সূরে মূল্কের অন্তর্গত প্রতিটি শব্দ, প্রতিটি আয়াতকে কি আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছি?

আসলেই কি আমরা সূরা মুল্কের ধারক-বাহক হতে পেরেছি!!!

আলহামদুলিল্লাহ এই প্রথম আমরা শুধুমাত্র বোনদের জন্য একজন অভিজ্ঞ হাফিজা উস্তাজাহ এবং একজন আলিমা উস্তাজাহর সমন্বয়ে দেড় মাস ব্যাপী ❝হিফয ও তাফসীর কোর্সঃ সূরা মুল্ক❞ শীর্ষক একটি শর্ট কোর্সের আয়োজন করছি।
আলহামদুলিল্লাহ।

শাহরু রমাদ্বনকে সামনে রেখে এই কোর্স টি আমাদেরকে কুরআনের সাথে আরো বেশি কানেক্টেড থাকার উপলক্ষ হবে, ইন শা আল্লাহ।

তবে, এই কোর্স টিতে হিফজ যুক্ত হওয়ায় সিট সংখ্যা খুবই কম রাখা হয়েছে।
কোর্সটির রেজিষ্ট্রেশন চলবে আজ থেকে ১৩ই মার্চ, রবিবার পর্যন্ত।

১৪ই মার্চ সোমবার থেকে মেইন ক্লাস শুরু হয়ে যাবে।
আমরা এমনভাবে কোর্স প্লানিং সাজিয়েছি যাতে রমাদ্বনের শেষ দশক শুরু হওয়ার আগেই কোর্স কন্টেন্ট শেষ হয়।

সূরা মুল্ক উপলব্ধির মাধ্যমে এবারের কিয়াম হবে অন্যরকম প্রাণবন্ত, ইন শা আল্লাহ।

কোর্স টি করতে পূর্বশর্ত-
বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত জানা।
তবে, তিলাওয়াতে সূক্ষ্ম ভুল থাকলে সম্মানিত উস্তাজা সেগুলো ধরিয়ে দিবেন, ইন শা আল্লাহ।

কোর্স ফি

কোর্স রেজিস্ট্রেশন ফিঃ ৪২০ টাকা (শুধুমাত্র একবারের জন্য)

ফি পাঠানোর জন্যঃ

01789100459 (বিকাশ পার্সোনাল)

01789100459 (নগদ পার্সোনাল)

017891004591 (রকেট পার্সোনাল)

ভর্তির নিয়মাবলী

(প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে পড়ার পরই কেবল প্রথম ধাপ থেকে ধীরে ধীরে অনুসরণ করবেন )

প্রথম ধাপঃ

"হিফ্‌য ও তাফসীর" কোর্সের জন্য ফি পরিশোধের পর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন । ফর্মের জন্য এখানে ক্লিক করুন ।

দ্বিতীয় ধাপঃ

★★ফর্ম টি সাবমিট করার পরে

১. যে পেইজ আসবে তার স্ক্রিনশর্ট একাডেমির পেইজে  দিবেন । পেইজে যেতে এখানে ক্লিক করুন ।

২. একাডেমির পেইজে  অবশ্যই  " HTMulk ID Number"  শব্দ তিনটা লিখে মেসেজ দিবেন এবং আপনার কন্ঠে সালাম দিয়ে নাম বলবেন ।

এভাবে আপনার Student ID/Username সংগ্রহ করবেন।

সম্মানিত শিক্ষার্থী বোন,
রেজিষ্ট্রেশন ফর্ম টি সাবমিট হলে স্টুডেন্ট আইডি নাম্বার নিতে আমাদের একাডেমিক পেইজে ম্যাসেজ করুন।

কেননা, (৩য় ধাপ থেকে ৫ম ধাপ) স্টুডেন্ট আইডি নাম্বার পাওয়ার পরেই কেবলমাত্র সম্পন্ন করবেন, ইন শা আল্লাহ।

তৃতীয় ধাপঃ (একাউন্ট তৈরি)

একাডেমির ওয়েবসাইটে আপনার একাউন্ট না থাকলে,  আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে ।

একাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন 

চতুর্থ ধাপঃ
একাউন্ট তৈরির পর, আপনার একাউন্টে কোর্সটি যুক্ত করার জন্য এখানে ক্লিক করুন ।  
এই ধাপের শেষ পেইজের (CheckOut Page)  স্ক্রিনশট একাডেমির পেইজে  দিবেন

যেভাবে কোর্স যুক্ত করবেনঃ

১. প্রথম পেইজে  Add to cart  ক্লিক করে  View Cart ক্লিক করবেন ।

২. তারপরের পেইজে Proceed to Checkout ক্লিক করবেন ।
৩.  তারপর নির্দেশনা অনুসরণ করে  Place Order ক্লিক করে একাডেমির অনলাইন পেইজে স্ক্রিনশর্ট দিবেন ।

পঞ্চম ধাপঃ

সবশেষে, এডমিন প্যানেল থেকে কোর্সের Approval নেওয়ার জন্য এখানে ক্লিক করে ফর্মটি পূরণ করবেন ।

আমাদের সমস্ত পদ্ধতি গুলো শিক্ষার্থী বোনদের এবং উস্তাযাহগণের পর্দার ব্যাপারকে সামনে রেখে নেওয়া হয়েছে ।
যে কোন ধাপে আপনার বুঝতে সমস্যা হলে , অবশ্যই আপনি একাডেমির অনলাইন পেইজে  ম্যাসেজ করবেন । পেইজে যেতে এখানে ক্লিক করুন ।

উপরের সম্পূর্ণ  ধাপগুলো ভিডিও আকারে দেখতে এই ভিডিওটি  দেখতে পারেন ।